Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি, কাঠ ও জ্বালানীর চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, পরিবেশ উন্নয়ন, জীববৈচিত্র সংরক্ষণ ইত্যাদি উদ্দেশ্যে পতিত ও প্রান্তিক ভূমিতে সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

(খ) সামাজিক বনায়নের সৃজিত বাগানের আবর্তকাল শেষে বিক্রয়ের কার্যক্রম।

(গ) সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগী, ভূমি মালিক ও চুক্তি অনুযায়ী অন্যন্য পক্ষের মধ্য যথাসময়ে  লভ্যাংশ বিতরণের ব্যবস্থা কর।

(ঘ) সামাজিক বনায়ন সংক্রাস্ত যে কোন অভিযোগ নিষ্পত্তি করা।

(ঙ) সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদান।

(চ) করাত কলের লাইসেন্স প্রদান/নবায়ন।

(ছ) বাংলাদেশ চিত্রল হরিণ লালন-পালনের পজেশন সার্টিফিকেট/লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম গ্রহণ।

 

১। বনায়ন কর্মসূচী বাৎসরিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায়

২। চারা উত্তলন, বাগান সৃজন, মিয়াদ উত্তীর্ণ বাগানে গাছ কর্তন

৩। বাগান সংসৃশ্লিষ্ট উপকার  ভোগীদের লভ্যাংশ টাকা প্রদান

৪। পুনঃ বনায়ন, বনরাজস্ব আদায় এবং ট্রেজারীতে জমা,

৫। প্রাকৃকতক প্ররিবেশ সম্পর্কে জগনকে স্বচেতন করা। 

৬। চারা উত্তলন উপকার  ভোগী এবং জনসাধানণকে প্রশিক্ষণের মাধ্যমে সেবা প্রদান।